বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘পরিণীতা’ টিআরপির সব রেকর্ড ব্রেক করে দিল, রহস্যটা কী? ফাঁস করলেন পরিচালক কৃশ 

শ্যামশ্রী সাহা | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪৬Snigdha Dey


শ্যামশ্রী সাহা 

পরপর পাঁচবার বাংলাসেরা। টিআরপির সব রেকর্ড ভেঙে দিয়েছে জি বাংলার ‘পরিণীতা’। পরিচালক কৃষ্ণেন্দু বোস(কৃশ) এখন ছোটপর্দার ফার্স্ট বয়। সাফল্যের শিখরে পৌঁছনোর রহস্যটা কী? 


কৃষ্ণেন্দু থেকে কৃশ হলেন কেন?

কাজ যখন শুরু করেছিলাম, সবাই কৃষ্ণেন্দু নামেই চিনতো। ইন্ডাস্ট্রির লোকজন ভালবেসে নামটা ছোট করে দিয়েছে। আর একটা কারণ বাবা চেয়েছিলেন। 

ভিডিওগ্রাফির শখ ছিল সেখান থেকে পরিচালনায় এলেন কীভাবে?

রবীন্দ্রভারতীতে ড্রামা নিয়ে পড়ার সময় মাস কমিউনিকেশন, ভিডিওগ্রাফি নিয়েও পড়াশোনা করেছি। সেইসময় পাঁচটা শটে একটা শর্টফিল্ম বানাতে হয়েছিল। তখন থেকেই পরিচালক হওয়ার ইচ্ছেটা শুরু হয়। তবে ছোটবেলায় থেকেই আমার অন্য স্বপ্ন ছিল।

কী?

মিউজিক কম্পোজার আর সিঙ্গার হতে চেয়েছিলাম। পরিচালনার পাশাপাশি সেই কাজটাও করছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যারা নতুন তাদের কাজ করার সুযোগ দিই। 

এখন তো বাংলা সিরিয়ালে যেখানে সেখানে হিন্দি গান ঢুকিয়ে দেওয়া হয় খারাপ লাগে না?

বাংলা সিরিয়ালে যে হিন্দি গান চালানো হয় আমি তার ঘোর বিরোধী। আমার মনে হয়, বাংলা সিরিয়ালে বাংলা গানের প্রাধান্য থাকা উচিত।    

আপনার চেহারা তো অভিনেতা হওয়ার মতো। অভিনয় করার ইচ্ছে হয়নি?

না। 

কেন?

আমি সবসময় কিছু ক্রিয়েট করতে চাই। সেক্ষেত্রে ক্যামেরার সামনে থাকার বদলে পিছনে থাকতেই ভাল লাগে। 

‘পরিণীতা’ তো টিআরপির সব রেকর্ড ব্রেক করে দিল, রহস্যটা কী?

পুরোটাই টিমগেম। আর একটা ব্যাপার আছে। গল্পটা বিশ্বাসযোগ্য হতে হবে। এখানে সবাই খুব আনন্দ করে কাজ করে। আপনি ফ্লোরে এলে দেখতে পাবেন, সবাই অপেক্ষা করে বসে থাকে কখন ফ্লোরে আসবে। শুটিং-এর পর নায়ক-নায়িকা আমার পাশে বসে কাজ দেখে। ভাল শট-এর জন্য একে অপরকে টিপসও দেয়। সিন না থাকলেও ফ্লোরে থাকে। অন্যের কাজ দেখে। অনেকদিন ধরে টিআরপির টপে থাকা ধারাবাহিককে পরে আর টিআরপি লিস্টে খুঁজে পাওয়া যায় না, এরকমও হয়েছে আমার মনে হয়, যে কাজটা করতে এসেছি সেটা ভালভাবে করতে হবে। বাকিটা দর্শক বুঝে নেবেন। দর্শকের ভাল না লাগলে টিআরপি থাকবে না। তবে, এই দৌড়ে আমি নেই। অনেক ধারাবাহিক তো দর্শক দেখছে না তাও চলছে, বড় প্রোডাকশান হাউজ টেনে নিয়ে যাচ্ছে আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, ধারাবাহিকের টাইম স্প্যান ছোট হওয়া উচিত।

লিডরোলে নতুন মুখ, পরিচালকের তো চাপ থাকে?

প্রথমদিনই কথা বলে খানিকটা বোঝা যায়। তারপর দেখতে হয় কাজের প্রতি সে কতটা অনেস্ট।দৃশ্য বুঝতে পারছে কিনা।

ধারাবাহিকে পরিচালকের কতটা স্বাধীনতা থাকে?

দেখুন, গল্প নিয়ে তো কিছু বলা যায় না। সিন নিয়ে চিত্রনাট্যকারের সঙ্গে আলোচনা করা যায়। শৌভিকের সঙ্গে আমার বন্ডিংটা ভাল। কাজ করতে সুবিধা হয়। পারুল গ্রামের মেয়ে হলেও শিক্ষিত। ওর কথা বলার ধরনে গ্রাম্য টান। এটা কি দর্শকের আকর্ষণ বাড়ানোর জন্য? পারুলের রুট কিন্তু বাঁকুড়া। স্বপ্ন সফল করতে কলকাতায় এসেছে। কথায় আঞ্চলিক টান তো থাকবেই। এভাবে কথা বলা শুধু ইশানী নয়, আমাকেও শিখতে হয়েছে।

ইন্ডাস্ট্রিতে কাস্টিংকাউচ তো বাড়ছে?


আমি দেখিনি। 

কী বলছেন? ডিরেক্টরের দিকেই বেশি আঙুল উঠছে 

টেলিভিশন  ইন্ডাস্ট্রিতে আমার ১৩ বছর হয়ে গেলো, সত্যি বলছি এখনও এরকম কোনও ঘটনা আমার কাজের জায়গায় ঘটেনি। সিনেমার কথা বলতে পারব না। 

আপনি আর রত্নপ্রিয়া একই জগতের যদিও ক্ষেত্রটা আলাদা, দুজনের বোঝাপড়া কতটা?

আমার আর রত্নপ্রিয়ার ধারাবাহিকের প্রচার সময় এক, চ্যানেল আলাদা।সেক্ষেত্রে কাজের জগতে আমরা প্রতিপক্ষ। ব্যক্তিগত জীবনে বোঝাপড়াটা খুব ভাল।

আপনার পরিচালনায় কাজ করার আবদার থাকে না?

ধারাবাহিকের ক্ষেত্রে পরিচালকের হাতে তো সেই ক্ষমতা থাকে না। সেটা ও জানে। তবে যখন ছবি করব তখন ভেবে দেখব। 

ছবি পরিচালনা আপনার স্বপ্ন, সেদিকেই এগোচ্ছেন, ধারাবাহিক পরিচালনা করে স্বাদ মেটে?

হয়।খুব বেছে কাজ করি। ‘পরিণীতা’ করার আগে পাঁচটা কাজ ছেড়ে দিয়েছি, কারণ ভাল লাগেনি। তার জন্য দেড় বছর কোনও কাজ করিনি। তাছাড়া বড় কাজ করার আগে অনেক কিছু শেখার প্রয়োজন। যেটা ধারাবাহিক পরিচালনা করে শিখেছি।

এতদিন কাজ করছেন কী মনে হয় টেলিভিশনে অভাব কোথায়?

সময়ের। টেলিভিশন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ব্যাকবোন। মাত্র সতেরো দিন শুটিং করে ধারাবাহিক লঞ্চ হচ্ছে। শো শুরু হওয়ার পর ব্যাঙ্কিং কমে যায়। তখন খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়। এর ফলে ক্রিয়েটিভিটি নষ্ট হয়।

বড়পর্দায় পরিচালনা আর কত দূর?

চিত্রনাট্য লিখছি। এখনও বলার মতো জায়গা আসেনি।


krishbosezeebanglaparineetabengaliserialexclusiveinterview

নানান খবর

নানান খবর

ধারাবাহিকের শুটিং ফ্লোরে মনের মানুষ খুঁজে পেলেন সায়ক চক্রবর্তী! কোন নায়িকার প্রেমে পড়লেন অভিনেতা?

সূরজ পাঞ্চোলি নন, প্রভাসকে নিজের ছেলের জায়গাটা দিতে চান জারিনা ওয়াহাব! আচমকা কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

খুনের হুমকি পেলেন টাইগার শ্রফ! মুম্বই পুলিশের তদন্তে উঠে এল কোন অপরাধীর নাম? 

ভরপুর অ্যাকশন আর রোম্যান্সের ঝড়! কেমন হল রোহন-প্রিয়াঙ্কা-অনিন্দ্য'র 'ব্রহ্মার্জুন'-এর টিজার?

Exclusive: 'দুটো মানুষ একটা চুমু খাচ্ছে তাতে এত অসুবিধার কী আছে?'-ট্রোলিং নিয়ে মুখ খুললেন সুরঙ্গনা

সৌরভের 'বিগ বস'-এ এবার বলিউড যোগ! কোথায় ঘরবন্দি হবেন তারকারা?

মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

'সিকান্দর' থেকে কাজল আগরওয়ালের দৃশ্য বাদ দেন সলমন! কী ছিল সেই দৃশ্যে? জানলে মাথা ঘুরবে 

আসছে ‘ফর্জি ২’! বিজয় সেতুপতি, কেকে মেননের সঙ্গে কবে থেকে শুরু হবে শাহিদের লড়াই? 

'দিলওয়ালে'-এর ব্যর্থতার পর থেকে কথা বলা‌ বন্ধ করেছিলেন‌ শাহরুখ? মুখ খুললেন রোহিত শেট্টি!

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

সোশ্যাল মিডিয়া